সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দমার্গ মিশনে বিভিন্ন প্রকারের আনন্দানুষ্ঠানের ব্যবস্থা রয়েছে৷ এইসব অনুষ্ঠানের ভেতর দিয়ে আনন্দ-আহরণকারীরা প্রকারান্তরে নিজেদের শারীরিক, মানসিক তথা আধ্যাত্মিক উন্নতি বিধানের সুযোগ পায়৷ সামাজিক উৎসবের মধ্যে ‘ভ্রাতৃদ্বিতীয়া উৎসব’ কার্ত্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়বার পালিত হয়ে থাকে৷
ভ্রাতা জ্যেষ্ঠা ভগিনীর আশীর্বাদ, মঙ্গলতিলক ও কনিষ্ঠা ভগিনীর প্রণাম, চন্দন-মাল্যগ্রহণ করে আহার্য গ্রহণ করে থাকে৷ জ্যেষ্ঠা ও কনিষ্ঠা ভগিনীর আশীর্বাদ, মঙ্গল তিলক, চন্দন মাল্য দেওয়ার সময় বলেন ‘‘ভ্রাতা মে চিরায়ুর্ভবতু৷’’ (মন্ত্র তিনবার)
এর আগে চিৎমু নিবাসী মন্টু গরাঞয়ের ব্যবস্থাপনায় গ্যাস গোডাউনে হয়েছিল৷ এইবার অর্থাৎ ১৫ই নভেম্বর,২৩ গ্যাস গোডাইনের সামনে জাগৃতির জন্যে তাঁর দানকৃত জমির উপর তাঁরই ব্যবস্থাপনায় সকাল ৬টা থেকে ১২টা