সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৫-২৬শে নভেম্বর উঃ২৪ পরগণার বনগাঁ ও বারাসাত থেকে নিজেদের দুইটি গাড়ি করে পরিবারের লোকজন নিয়ে আনন্দনগর বেড়াতে আসেন কিছু পর্যটক৷ তাঁরা অস্থি পাহাড়, মালটা মোসাম্বি বাগান, বেলামু পাহাড়, নবচক্র গুহা, মৃত আগ্ণেয়গিরি ইত্যাদি উল্লেখযোগ্য স্থান ঘুরে দেখেন৷