সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৩ই নভেম্বর,২৩ দীপাবলী উপলক্ষ্যে সকালে শিশুসদনের ছেলেরা নগর কীর্ত্তন করে আনন্দরেখা ভবনে পাঞ্চজন্যে অংশগ্রহণ করে৷ পাঞ্চজন্য শেষে ৬ ঘন্টার অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন, সকাল ৬টায় শুভারম্ভ হয়৷ ১২টায় কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপূজা, স্বাধ্যায় ও দীপাবলীর তাৎপর্য সম্বন্ধে আলোচনা হয়৷ শেষে সামুহিক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়৷