সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবক্তা ও প্রবর্তক, প্রাণপুরুষ, ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্ম শতবর্ষপূর্তি ও আন্তর্জাতিক আনন্দমার্গ ধর্ম মহা সম্মেলন ২৭-২৯শে মে ২০২২ আনন্দনগরে আধ্যাত্মিক পরিমণ্ডলে সুসম্পন্ন হয়েছে৷
মার্গগুরু প্রতিনিধি আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত দাদার দুবেলা ভক্তিমূলক প্রবচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছৌ নৃত্য প্রতিদিন মিলিত পাঞ্চজন্য, ঈশ্বর প্রণিধান, নগরকীর্ত্তন, তাণ্ডব -কৌষিকীনৃত্য, ৭২ ঘন্টা অখণ্ড নাম সংকীর্ত্তন ‘‘ৰাৰা নাম কেবলম্’’ বরাভয় মুদ্রা ও আশীর্বচন সকল ভক্ত আনন্দমার্গীকে ভাবতরঙ্গে আপ্লুত করে তোলে৷
গুরুদেবের শতবর্ষপূর্তিতে ২৬শে মে,২২ বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ২৬-২৮শে মে ২২ ছেলে ও মেয়েদের প্রদর্শনী ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷