আনন্দনগরে এপারেলস ট্রেনিং

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গ্রামের ছেলে-মেয়ে ও মহিলাদের স্বশক্তিকরণ ও প্রথাগত শিক্ষা শেষে প্রত্যেকেই যেন আর্থিক উপার্জন করতে সক্ষম হয়, ও কাজের উৎকর্ষতা বৃদ্ধি পায় সেই উদ্দেশ্যে গত ২৪শে নভেম্বর’২৪ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভারত সরকারের ‘‘স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ MSDE)’’ মন্ত্রণালয়ের অন্তর্গত প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা-৪.০ PMKVY4.0) অধীনে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্র্পেরেশন অনুমোদিত আনন্দনগর প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ৪৩ জনকে নিয়ে এপারেলস (সেলাই সংক্রান্ত) কোর্সের প্রশিক্ষণ শুরু হয়েছে৷ ১৮ই ডিসেম্বর’ ২৪ মূখ্য প্রশিক্ষক ডঃ ডিপি গণ মহাশয় সরজমিনে পরিদর্শনে আসেন ও প্রশিক্ষণ সংক্রান্ত মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন৷