সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ধর্মগুরু তথা সমাজগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর পশ্চিমরাঢ়ের বন্ধ্যা-পতিত-ট্যাড়-জমিকে অর্থকরী করে তুলতে আনন্দনগরে বহুমুখী পরিকল্পনা দিয়েছেন, যাতে করে স্থানীয় মানুষ আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠে৷ আনন্দমার্গ প্রচারক সংঘ নিঃশব্দে ও নিরলসভাবে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে সেই কাজ করে চলেছে৷ আনন্দমার্গ ফার্ম ডিপার্টমেন্টের পক্ষ থেকে বড়মালকা গ্রামে আসামের বঙ্গাইগাঁও জেলা নিবাসী অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের পদস্থ আধিকারিক শ্রী নকুল সাহার আর্থিক সহায়তায় ও প্রত্যক্ষ-তত্ত্বাবধানে পাঁচ হাজার কাজু বাদামের চারাগাছ রোপন করা হয় ও প্রতি বছর সংবৃদ্ধি করা হচ্ছে৷ এই বছর থেকে কাজু গাছে ফুল ও ফল আসা শুরু হয়৷