আনন্দনগরে কৌষিকী দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই সেপ্ঢেম্বর আনন্দনগরে কেন্দ্রীয় শিশুসদনে ও টাটুয়াড়া গ্রামে কৌষিকী নৃত্য দিবস পালিত হয়৷ প্রসঙ্গতঃ ১৯৭৮ সালের ৬ই সেপ্ঢেম্বর  আনন্দমার্গ দর্শনের প্রবক্তা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী কৌষিকী নৃত্যের প্রবর্তন করেন৷ এই নৃত্য নিয়মিত অভ্যেস করলে বিশেষ করে মহিলারা নানা রোগ থেকে মুক্ত হবে৷ পাশাপাশি মানসিক বিকাশ ও আধ্যাত্মিক উন্নতি হয়৷ কৌষিকী দিবস উপলক্ষ্যে টাটুয়াড়া গ্রামে ২৪ ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷

পাটনা ঃ গত ৬ই সেপ্ঢেম্বর পাটনা আনন্দমার্গ আশ্রমে কৌষিকী দিবস পালিত হয়৷ প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিতি ঈশ্বর প্রণিধানের পর কৌষিকী নৃত্য প্রতিযোগিতা শুরু হয়৷ তার পূর্বে আচার্য পরিতোষানন্দ অবধূত  কৌষিকী নৃত্যের প্রবর্তন ও এই নৃত্যের উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন৷

এখানে মার্গীভাই ও বোনেরা  পৃথকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন আচার্য পরিতোষানন্দ অবধূত৷