৮ইমে,২২ আনন্দনগরের বহুমুখী উন্নয়নকল্পে আনন্দনগর ডায়োসিসের গ্রাম ও পঞ্চায়েত প্রমুখ, ইয়ূনিট সেক্রেটারী, লোক্যালগাইড ও মহিলা বিভাগের সেক্রেটারীদের এক দিবসীয় সম্মেলন সমাপ্ত হয়েছে৷
প্রারম্ভিক বক্তব্য রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত, সাংঘটনিক পরিকাঠামোর গুরুত্বের উপর বক্তব্য রাখেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, মহিলাদের সার্বিক উন্নয়নের উপর বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা, আনন্দনগরের সামুহিক উন্নয়নের প্রেক্ষাপট, দায়িত্ব ও কর্তব্য, নিম্নোক্ত কার্যকরী পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন আচার্য নারায়ণনন্দ অবধূত৷ সম্মেলনে নিম্নোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ১) যে কোন কাজের সফলতার জন্যে প্রাথমিক যোগ্যতা চাই সময়ানুবর্তিতা৷ ২) দ্বিতীয় হচ্ছে নিষ্ঠার সঙ্গে সমাপন করা৷ ৩) প্রত্যেককে সাপ্তাহিক ধর্মচক্রে যোগদান করতেই হবে৷ ৪) প্রতি মাসে তৃতীয় রবিবার স্মৃতিশৌধে অখণ্ড কীর্ত্তনে অংশগ্রহণ ও কীর্ত্তন শেষে আনন্দনগর উন্নয়ন বিষয়ে পর্যালোচনা করা হবে৷ ৫) শিক্ষা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের নির্ধারন ও তাদের উন্নয়নে কার্যকরী পরিকল্পনা গ্রহণ৷ ৬) আনন্দনগরে উৎপাদিত দ্রব্যসামগ্রীর ব্যবহার ও কুটির শিল্পের বিকাশে সকলের সহযোগিতা করা৷