আনন্দনগরে কুটির শিল্পের বাণিজ্যিক যাত্রা শুরু

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ আনন্দনগরের সব গ্রামের মহিলাদের আর্থিক স্বনির্ভর প্রকল্পের জন্যে জড়ি-জার্দুশি, মালা ও জ্যাম-জেলি, আচার, ডালের বড়ি ইত্যাদি কুটির শিল্পের ট্রেনিং, উৎপাদন ও বিপননের ব্যবস্থা নিয়েছে৷ কিছু ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য মজুতদারদের বিক্রির ব্যবস্থা রয়েছে৷ আমাদের  উদ্দেশ্য সরাসরি পাইকারি ও খুচরো মার্কেটিং (বিক্রি) করা যাতে উৎপাদনকারীরা তাদের শ্রমের প্রকৃত মূল্য পেতে পারেন৷ ডামরুঘুটু ও চিৎমু গ্রামের মহিলাদের দিয়ে জড়ি শিল্পের যাত্রা শুরু হয়েছে৷  লেহেঙ্গা (ঘাঘরা) ছিল প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদন৷ এখন শাড়ির কাজ চলছে৷