আনন্দনগরে মেয়েদের টাইকাণ্ডো পরীক্ষা: আত্মরক্ষা ও আত্মগঠনের এক নতুন অধ্যায়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

স্পিরিচুয়ালিস্টস স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারস ক্লাব, আনন্দনগরের উদ্যোগে আনন্দমার্গ গার্লস চিলড্রেন্স হোম ও পার্শবর্তী গ্রামের মেয়েদের আত্মরক্ষা ও আত্মশক্তি বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ টাইকাণ্ডো প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে৷ আত্মনির্ভরশীলতা গড়ে তোলা ও সরকারি-বেসরকারি নিরাপত্তা বিভাগে কাজের সুযোগ প্রসারিত করার উদ্দেশ্যে ২০২৩ সালের ১১ মার্চ থেকে অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে আনন্দমার্গ মহিলা কলেজ ক্যাম্পাসে প্রতি শনিবার ও রবিবার নিয়মিত টাইকাণ্ডো প্রশিক্ষণের আয়োজন করা হয়৷ প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক পরিচালনায় রয়েছেন অবধূতিকা আনন্দ তপঃশিলা আচার্য৷

২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা সাফল্যের সঙ্গে ‘‘ইয়েলো বেল্ট’’ অর্জন করেছিল৷ আজ, ১৫ মার্চ ২০২৫, টাইকাণ্ডো পরীক্ষায় ৩২ জন প্রশিক্ষণার্থী ‘‘ইয়েলো বেল্ট’’ থেকে উন্নীত হয়ে ‘‘গ্রীন বেল্ট’’ লাভ করেছে, এবং ৬ জন নতুন প্রশিক্ষণার্থী তাদের দক্ষতা প্রমাণ করে ‘‘ইয়েলো বেল্ট’’ অর্জন করেছে৷ এই কর্মসূচি শুধু আত্মরক্ষার কৌশল শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি মেয়েদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির এক অনন্য পথপ্রদর্শক হয়ে উঠেছে৷