আনন্দনগরে মহাপ্রয়াণ দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ প্রচারক সংঘ প্রবক্তা ও  প্রবর্তক, ধর্মগুরু ও সমাজগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার তথা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১৯৯০ সালের ২১শে অক্টোবর তাঁর পার্থিব শরীর ত্যাগ করে সকল ভক্ত হৃদয়ে বিরাজমান৷

প্রতি বৎসরের ন্যায় ২১শে অক্টোবর আনন্দনগর ‘বাবা স্মৃতি সৌধে’ তিন ঘন্টা অখণ্ড ‘বাবাকীর্ত্তন দিবস

নিজস্ব সংবাদদাতা ঃ গত ৮ই অক্টোবর,২৩ আনন্দনগরে মধুমলয় মার্গগুরু বাসভবনে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’’ নাম সংকীর্ত্তনের মাধ্যমে কীর্ত্তন দিবস পালিত হয়৷ স্মরণীয় যে ১৯৭০ সালের ৮ই অক্টোবর ঝাড়খণ্ডের আম ঝরিয়ায় এই মহামন্ত্রের আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের মানসিক ও আধ্যাত্মিক কল্যাণের জন্যে শক্তি সম্পাত করেন৷ নাম কেবলম্‌’ নাম সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায়ের মাধ্যমে পালন করা হয়৷