সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কবি, লেখক,সাহিত্যিক, ভ্রমণ পিপাসু, আপামর সকলকে আকর্ষিত করবেই রাঢ়বঙ্গের বিখ্যাত সময়ের সঙ্গে হয়ে উঠেছে লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ৷
গত৬-৮ মার্চ,২০২৩ তিনদিন আনন্দনগরে ‘আজকের -এ - সময় পত্রিকার আয়োজনে কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনাপুর, উঃ২৪ পরগণা ও পুরুলিয়া জেলার বিভিন্ন স্থান থেকে পত্রিকা সম্পাদক, লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, বেতার ও শ্রুতিক্ষ (দূরদর্শন) শিল্পী সঙ্গীতজ্ঞ ও হরবোলা শিল্পী, পশু-পাখি প্রেমি প্রভূত সাহিত্য অনুরাগী ও ভ্রমণ পিপাসুদের নিয়ে পলাশ উৎসব পালিত হয়৷ উপস্থিত ছিলেন ‘নির্ভীক কন্ঠ’ আজকের এ সময়, ‘‘বঙ্গমিত্র’’, গোল্ডেন সিটিজেন’’ পাক্ষিক পত্রিকার সম্পাদকরা৷