আনন্দনগরে প্রদর্শনী ফুটবল

সংবাদদাতা
সময়

স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব (এস.এস. এ.সি) আনন্দনগর পরিচালনায় ও ব্যবস্থাপনায় গত ২৬,২৭,২৮ মে ২২ মধ্য আনন্দনগর প্রাইমারী স্কুল মাঠে প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

গত ২৬শে মে,২২ চারটি মহিলা ফুটবল টীমের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল৷ দুটি টীমকে নির্বাচিত করা হয়েছিল৷ টীমে যে কোন বয়সের মহিলা ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করেছিল৷ গত ২৭শে মে ২২ অনূর্ধ ১৬ বয়সের ছেলেদের চারটি ফুটবল টীমের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ দুটি টীমকে নির্বাচিত করা হয়৷ গত ২৮শে মে ২২ (১) প্রথমে নির্বাচিত দুটি মহিলা ফুটবল টীমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়,  (২) মহিলা ফাইনাল ফুটবল  খেলার পরে অনূধর্ব ১৬ বছর বয়সের নির্বাচিত দুটি টীমের মধ্যে ফাইনাল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হয়৷ ফাইনালে ছেলে ও মেয়েদের উভয় বিজয়ী দলকে জার্সি সেট দেওয়া হয় ৷ ড্র প্লেয়ার অব্‌ দী ম্যাচকেও বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে৷ হায়েষ্ট স্কোরকেও পুরস্কার দেওয়া হয়েছে৷ এছাড়ার প্রতিযোগিতার দিন প্রত্যেক খেলোয়াড়ের জলখাবার ও দুপুরের খাবাবের ব্যবস্থাও করা হয়েছিল৷

নিম্নোক্ত মহিলা ফুটবল অংশগ্রহণ করে--- ১) এস. এস. এ.সি, আনন্দনগর ২) গুঞ্জা তরুণ সংঘ ৩) মাহালিতোরা ফুটবল টীম, ধাধকা৷ ৪) খটঙ্গা ফুটবল টীম৷

অনূর্ধ ১৬ বছর ছেলেদের মধ্যে অংশগ্রহণ করে---১) এস.এস.এ.সি আনন্দনগর,২) এস.এস.এ.সি ডামরুঘুটু ৩) চিরকামু ফুটবল টীম, ৪) বড়বাজার জরপা ফুটবল একাডেমি৷

২৮ তারিখ ফাইনাল খেলায় ছেলেদের চ্যাম্পিয়ান হয--- ‘এস.এস.এ.সি’ ডামরুঘুটু, রানার্সআপ হয়--- বড়বাজার জরপা  ফুটবল একাডেমি৷ ম্যান অব্‌ দি ম্যাচ হয়---জীতেন হাঁসদা, জরপা, বরাবাজার৷

মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ান হয়---মাহালিতোরা ফুটবল টীম, ধাধকা৷ রানার্সআপ হয়---গুঞ্জা তরুণ সংঘ৷ ম্যান অব্‌ দি ম্যাচ---রূপালী মাহাত, ধাধকা৷