আনন্দনগরে পর্যটক

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 ২৭-৩০শে অক্টোবর কেনিয়া, ত্রিপুরা ও পূর্ব মেদিনীপুর থেকে মার্গীরা আনন্দনগর দেখার জন্যে আসেন৷ ওনারা উমানিবাস গার্লস হোমের মেয়েদের  ক্যারাটে প্রদর্শন, কোন মিউজিক ছাড়াই সমবেত প্রভাত সঙ্গীত ও আপ্যায়নে মুগ্দ৷ প্রাকৃতিক পরিবেশ, তন্ত্র পীঠ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেউলঘাটার প্রাচীনতম জৈনমন্দির, নবচক্র গুহা, মৃত আগ্ণেয়গিরি, জলবন্ধ প্রকল্প, মাল্টা মোসাম্বী বাগান, আম বাগান, কাজু বাগান, পরিবেশ সংবর্দ্ধন কানন ইত্যাদি সেবা ও  জনকল্যাণমূলক প্রকল্পগুলো দেখে সবাই দারুণভাবে উৎসাহিত৷