সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৬-১৮ ফেব্রুয়ারী’২৪ আনন্দনগরে তিন দিবসীয় ফার্ষ্ট ডায়োসিস লেভেল সেমিনার অনুষ্ঠিত হয়৷ আনন্দনগর ডায়োসিসের বিভিন্ন গ্রাম থেকে গ্রাম ও পঞ্চায়েত প্রমুখগণ উপস্থিত ছিলেন৷ আচার্য মোহনানন্দ অবধূত --- ‘‘আদর্শ মানুষের জীবনচর্যা কেমন হওয়া উচিত’’ ও ‘‘বুদ্ধির মুক্তি’’ আর আচার্য সুতীর্থানন্দ অবধূত ‘‘প্রত্যাহার যোগ ও পরমাগতি’’ ও ‘‘পাপস্য কারণত্রয়ম্ বিষয়ের উপর আলোকপাত করেন৷ তাছাড়া তিনদিন মিলিত ধর্মচক্র, কীর্তন, আধ্যাত্মিক সঙ্গীত (প্রভাত সঙ্গীত), প্রভাতফেরী, ধবজবন্দনা ও ভক্তিমূলক আলোচনা চর্চা করা হয়৷