আনন্দনগর হাইস্কুলের উদ্যোগে আনন্দনগরে ১০-১৮ বছরের ছেলেদের বিভিন্ন গ্রুপে ভাগ করে ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ এই প্রশিক্ষণ সারা বছর চলবে, গত ৫ই জুন প্রস্তুতি কমিটির মিটিং হয় আনন্দমার্গ হাইস্কুলে৷ একটি কমিটিও তৈরী হয় প্রশিক্ষণ শিবির পরিচালনার জন্যে৷
ছাত্রদের শুধু পঁুথিগত শিক্ষাই নয় শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশের দিকেও গুরুত্ব দিয়ে নজর দিতে হবে৷ আজকের শিশু, বালক ও কিশোরকে সম্পূর্ণ মানুষ করে গড়ে তুলতে হলে যেমন তাদের উপযুক্ত শিক্ষা দিতে হবে, তেমনি শারীরিক সক্ষমতা ও মানসিক আধ্যাত্মিক বিকাশের দিকে সমান গুরুত্ব দিতে হবে৷ আনন্দমার্গ স্কুলের শুরুর দিন থেকেই এসব বিষয়ে নজর দেওয়া হয়৷ তাদের যেমন ফুটবল খেলা যেমন শারীরিক সক্ষমতার জন্য প্রয়োজন তেমনি ছাত্রদের মধ্যে ব্যষ্টিকেন্দ্রিকতাকে দুরে সরিয়ে সামূহিক মনস্তত্ব গড়ে তুলবে৷ তাই আনন্দমার্গ স্কুলে পঁুথিগত বিদ্যার পাশাপাশি যোগসাধনা,পিটি প্যারেড ও খেলাধূলা সমান গুরুত্ব দিয়ে শেখানো হয়৷