আনন্দনগরে ফুটবল প্রতিযোগিতা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত ১লা সেপ্ঢেম্বর আনন্দনগরে শুরু হয় অনুধর্ব ১৫ বছর কীর্ত্তানন্দ অবধূত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা  আনন্দনগরের সংলগ্ণ বিভিন্ন গ্রামের মোট আটটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ ১লা সেপ্ঢেম্বর উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ডামরুঘুটু এস. এস .এ.সি ও আনন্দনগর পি.পি. হোস্টেল  ফুটবল দল৷ ২৬শে সেপ্ঢেম্বর মধ্যআনন্দনগর আনন্দমার্গ প্রাইমারী স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আনন্দনগর এস. এস .এ.সি ও ছকুডি গ্রাম ফুটবল দলের মধ্যে৷৷ ফাইনালে বিজয়ী হয় আনন্দনগর এস এস এসি ক্লাব৷ তারা ২-০ গোলে পরাজিত করে ছকুডি গ্রাম ফুটবল দলকে৷

প্রতিযোগিতায় ম্যান অফ্‌ দি সিরিজ হয় দেবাংশুদেব৷  ফাইনাল প্রতিযোগিতায় ম্যান অব্‌ দি ম্যাচ হয় কৃষ্ণ বেশরা৷ বেষ্ট প্লেয়ার সমরেশ টুডু, বেষ্ট গোলকিপার নীলকমল কিস্‌কু, সর্বোচ্চ গোলদাতা সঞ্জয় দেব৷

গত ৪ ও ৫ই সেপ্ঢেম্বর আনন্দনগর শিশুসদনের প্রাক্তন আবাসিকরা আচার্য গুণময়ানন্দ অবধূত  অনুধর্ব-১৩ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন৷ মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ ফাইনালে বিজয়ী হয় আনন্দনগর এস.এস. এ.সি৷  তারা আনন্দনগর আপার হোস্টেল কে ৪-০ গোলে পরাজিত করে৷ প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করে আনন্দনগর দধিচী হোস্টেল ও বাঙ্গিডিরি ফুটবল ক্লাব৷

প্রতিযোগিতায় প্লেয়ার অব দ্য টুর্ণামেন্ট হয় নীতীশ দেব, সেরা মিড ফিল্ডার  উত্তম মাহাত, সর্র্বেচ্চ গোলদাতা নরেশ কিস্‌কু, সেরা গোলকিপার সুব্রত মাহাত, সেরা ডিফেন্টার দেবাংশু দেব, ফাইনাল খেলায় প্রথম গোলদাতা রাহুল মাণ্ডি ও একটি ম্যাচে হ্যাট্রিক করে সঞ্জয় দেব৷ এদের কেও পুরস্কৃত করা হয়৷