আনন্দনগরে রাঢ় মিউজিয়াম

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর ঃ আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্তিজী গভীর মমত্ব দিয়ে রাঢ়ের গৌরবময় অতীতকে তুলে ধরেছেন৷ তাঁর রচিত ওই সভ্যতার আদিবিন্দু রাঢ়ে৷ রাঢ় বাঙলার গৌরবময় অতীত কথা বলেছে৷ রাঢ় গবেষণা করার জন্যে তিনি তার পুস্তকে বলেছিলেন৷ ১৪ই নভেম্বর প্রায় চল্লিশবছর  পরে আনন্দনগরে রাঢ় মিউজিয়ামের উদ্বোধন হয়৷