সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৮ই নভেম্বর,২৩ নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের অধ্যাপক শান্তনু রায় ও এমএসসি মাইক্রোবায়োলজির পাঁচ ছাত্র-ছাত্রার (সুস্মিতার চ্যাটার্জী, অঙ্কিত কুমার ঘোষ, দিব্যেন্দু কুণ্ডু, শ্রীকান্ত মণ্ডল, অংশুমান ঘোষ) সহায়তায় ও তত্ত্ববধানে আনন্দমার্গ বয়েজ হাইস্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্রদের উন্নতমানের দূরবীক্ষণের যন্ত্রের মাধ্যমে দিনের আলোয় সূর্যের পর্যবেক্ষণ দেখানো হয়েছে৷ রাত্রিতে গ্রহ, নক্ষত্র ইত্যাদি কেমন দেখায় তার ছবিগুলো পাঠানো হলো৷