আমাদের শরীরে রক্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এটি শরীরের অন্যান্য সমস্ত কাজের জন্য দায়ী যা আমাদের বাঁচিয়ে রাখে৷ কিছু পরিস্থিতিতে আমাদের শরীরে রক্তের অভাব দেখা দেয় ও নির্ধারিত সময়ের মধ্যে যখন এটি শরীরে স্থানান্তরিত করা না হয়, তখন মানুষ তার জীবন হারাতে পারে৷ রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না৷ শুধুমাত্র একজন মানুষই পারে আরেকজন মানুষকে বাঁচাতে৷
সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা যে রক্তদান করলে শরীর দুর্বল হয়ে যায়৷ আবার কেউ কেউ ভাবে এত কষ্ট করে খাওয়া-দাওয়া করে তৈরী করা শরীরের রক্ত দিলে অসুস্থ হয়ে যাবে৷ কিন্তু যখন নিজেদের মূমুর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন পড়ে তখন রক্তের খোঁজ করতে থাকে৷ সমাজে বসবাস করতে গেলে ‘‘সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে৷’’ সকলের কল্যাণের ভাবনা নিয়ে ও অহেতুক রক্তদান ভীতি থেকে মানুষকে মুক্ত করতে, রক্তদান একটি মহৎ দান, জীবন দান, রক্তদান করলে শরীরের কোন ক্ষতি হয় না বরং ভাল হয়, রক্ত সঞ্চালন বেড়ে যায়৷ এই উদ্দেশ্য নিয়ে ‘আভা সেবা সদন চ্যারিটিবল হসপিটাল’’ আনন্দনগরের উদ্যোগে ২০২২ সালে প্রথম রক্তদানের শিবিরের আয়োজন শুরু করা হয়৷
যাঁদের বয়স ১৮-৬০ বছর, ও ওজন ৪৫কেজি তাঁরা-ই রক্ত দান করতে পারেন৷ মহিলারা চারমাস অন্তর ও পুরুষেরা তিন মাস অন্তর রক্তদান করলে শরীরের কোন ক্ষতি হয় না৷ গত বছরের মত এবছরও ৬ই নভেম্বর,২০২৩ রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ মোট ৪৫ জন রক্তদান করেন৷