আনন্দনগরে রক্তদান শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২২শে ডিসেম্বর’২৪ আনন্দমার্গ মেডিক্যাল ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে আনন্দমার্গ আভা সেবা সদন কম্পোজিট চ্যারিটেব্‌ল হসপিটাল, আনন্দনগরের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এই বছরেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরে মোট ৩১জন রক্তদান করেন, এরমধ্যে মহিলা ৬জন রক্তদান করেন৷ আর ৬জনের রক্ত বিভিন্ন কারণে নেওয়া হয়নি৷