আনন্দনগরে সাধনা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ১১ থেকে ১৪ই জানুয়ারী আনন্দনগর মহাবিদ্যালয়ে চারদিনের একটি সাধনা শিবির অনুষ্ঠিত হয৷ কলিকাতা, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, দিল্লী ও রাঁচী থেকে মার্গী ভাইবোনেরা এই শিবিরে যোগ দেন৷ শীতের আমেজ মাখা আনন্দনগরে প্রকৃতির মনোরম পরিবেশে উপস্থিত সকলে এক স্বর্গীয় আনন্দে অতিবাহিত করেন এই চারদিন৷

প্রভাতে পাঞ্চজন্য, প্রভাতফেরী, ধজবন্দনা, মিলিত সাধনা, আসন কৌশিকি, তাণ্ডব প্রাত্যহিক কর্মসূচি ছিল৷ এছাড়া প্রত্যহ আলোচনার বিষয় ছিল আনন্দমার্গের আদর্শ জীবনধারা, খাদ্য ও স্বাস্থ্য, প্রাথমিক  চিকিৎসা, যোগ, আধ্যাত্মিক নেতৃত্ব, প্রতিবেশী পশু ও পক্ষী, বাবার কাহিনী৷ চারদিনের এই শিবিরে প্রশিক্ষক ছিলেন আচার্য মোহনানন্দ অবধূত, আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, আচার্য দেবাত্মানন্দ অবধূত, ডাঃ বিশ্বজিৎ ভৌমিক৷ ১৩ই জানুয়ারী সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রীমতি সুনন্দিতা ভৌমিক রচিত ও পরিচালিত নাটক ‘এই কি জীবন’ পরিবেশিত হয়৷ অনুষ্ঠানটি সূচারুরূপে পরিচালনা করেন ডঃ নবীন জানা৷

উপস্থিত সকলে আনন্দনগরে পরিবেশ সংবর্ধন কানন, বাবার স্মৃতি সৌধ, রাঢ় মিউজিয়াম প্রভৃতি ঘুরে দেখেন৷ ১৪ই জানুয়ারী আনন্দমার্গ প্রচারক সংঘ পরিচালিত কপিল পাহাড়ে কপিল মেলায় যোগ দেন সকলে৷