আনন্দনগরে শারদীয়া অনুষ্ঠান পালিত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শারদীয়া ললিতকলা (অষ্টমী) দিবসে ‘সুরুচি ক্যান্টিন’, সঙ্গীত (নবমী) দিবসে শিশুসদন ও সন্ধ্যায় আপার হোষ্টেলে মিলিত ঈশ্বর-প্রণিধান, মিলিত আহার ও বিজয়া-দশমীতে শ্যামপুর ‘মাতৃস্নেহ’ মহিলা শাখায় তিনঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম-সংকীর্ত্তন মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও শারদীয়া অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা, প্রণাম-আলিঙ্গনাদি করা হয়৷ প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়৷