আনন্দনগরে শারদোৎসব পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আনন্দমার্গে চর্যাচর্য (সমাজশাস্ত্র) শারদোৎসব ষষ্ঠী (শিশুদিবস), সপ্তমী (সাধারণ দিবস), অষ্টমী(ললিতকলা দিবস), নবমী (সঙ্গীত দিবস) ও বিজয়া দশমী (বিজয়োৎসব) বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ একবেলা মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, ক্রীড়া প্রদর্শনী, স্বাস্থ্য ও শক্তি প্রদর্শনী, সাহিত্য সভা, ললিত কলা প্রদর্শনী, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য প্রতিযোগিতা ও আনন্দ অনুষ্ঠান পালন ও আলিঙ্গনাদি, নানা অনুষ্ঠানের মাধ্যমে আনন্দনগরে শারদোৎসব পালন করা হয়৷

আনন্দনগরে শিশুসদনের ছেলেরা খেলাধুলা ও আনন্দমার্গ গার্লস হাইস্কুল, উমানিবাসের পক্ষ থেকে স্থানীয় অভাবী চল্লিশজন কন্যা সন্তানদের নতুন পরিধান দেওয়া হয়৷

বিজয়াদশমীর দিন শ্যামপুর আনন্দমার্গ মহিলা বিভাগ কর্তৃক পরিচালিত, মাতৃস্নেহ ইউনিটে তিন ঘন্টা অখণ্ড ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ সংকীর্ত্তনের আয়োজন করা হয়৷