জুন মাস ব্যাপী আনন্দনগরে আনন্দমার্গের স্বাস্থ্য পরিসেবা বিভাগের আভা সেবাসদন হাসপাতালের পক্ষ থেকে আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলিতে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷ এই শিবিরগুলোর মাধ্যমে গ্রামের মানুষদের স্বাস্থ্যপরীক্ষা প্রয়োজনীয় ঔষধ পথ্য ও মাক্স প্রভৃতি বিতরণ করা হয়৷ গ্রামের মানুষকে স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সচেতন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
১লা জুন জেলাডি গ্রামে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছিল৷ এখানে জেলাডি ও পার্শ্ববর্তী গ্রাম থেকে ২৫০ জনের বেশী মানুষ চিকিৎসার সুযোগ পায়৷ ৪ঠা জুন টাটুয়াড়া গ্রামে চিকিৎসা শিবিরে ২৮০ জনের চিকিৎসা করান হয়৷ ৮ জুন গুড়িডিগ্রামে চিকিৎসা শিবির হয় এখানে পার্শ্ববর্তী গ্রাম থেকে প্রায় ৩০০ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ ১১জুন আসান্য গ্রামে ১০৮ জন, ২৬শে জুন বঙ্গিডিরি গ্রামে ২৭০ জন ও ২৭শে জুন উদয়পুর গ্রামে ও ৩০শে জুন হিনজারি শ্যামপুর গ্রামে প্রায় ৩০০ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধপত্র ও স্বাস্থ্য সচেতন বিষয়ে আলোচনা করা হয়৷