আনন্দনগরে সেলাই ট্রেনিং

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে জুলাই আনন্দনগরে পগরো গ্রামে গার্লস প্রাউটিষ্ট ভবনে গ্রামের মহিলাদের স্ব-নির্ভর প্রকল্পে সেলাই প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে৷ প্রতি সোমবার বিকাল ৪টা থেকে ক্লাস শুরু হবে৷ প্রশিক্ষক থাকবেন অভিজ্ঞ সেলাই শিক্ষক শ্রী যুধিষ্ঠির মাহাত৷