সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৫,২৬ ও ২৭শে ফেব্রুয়ারী আনন্দনগরে পাওয়ার হাউসে তিন দিনের সেমিনার অনুষ্ঠিত হয়৷ তিন দিনের এই সেমিনারে আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ আচার্য মোহনানন্দ অবধূত ‘সভ্যতা বিজ্ঞান ও আধ্যাত্মিক’ বিষয়ে আলোচনা করেন৷ ‘ন্যুনতম প্রয়োজন ও সর্বাধিক সুবিধা’ নিয়ে আলোচনা করেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত৷ ‘সাধনা, অভিধ্যান ও কীর্ত্তন’ বিষয়ে আলোচনা করেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত৷ তিনি ‘প্রকৃত গুরুকে’ এই বিষয় নিয়েও আলোচনা করেন৷