আনন্দনগরে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪,২৫,২৬ শে জুন,২০২২ ত্রি-দিবসীয় আনন্দনগর ফার্ষ্ট ডায়োসিস সেমিনার মিলিত প্রভাতসঙ্গীত, কীর্ত্তন, ঈশ্বর প্রণিধান ও বিভিন্ন বিষয়ে আলোকপাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে৷ সেমিনারের আচার্য বীতমোহানন্দ অবধূত (১) ইষ্ট ও আদর্শ (২) মানব সমাজ এক ও অবিভাজ্য (৩) জীবন, মৃত্যু ও সংস্কার (৪) ষোড়শ বিধির গুরুত্ব ও আবশ্যকতা আর আচার্য মোহনানন্দ অবধূত ‘‘অর্থনীতিতে গতিতত্ত্ব’’ বিষয়ের উপর বিশদ আলোচনা করেন৷ তিনদিনের এই সেমিনারে তাত্ত্বিক আলোচনা ছাড়া প্রত্যহ কীর্ত্তন,প্রভাত সঙ্গীত ও মিলিত ঈশ্বর প্রণিধান হয়৷