সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
সকলের অবগতির জন্যে জানাচ্ছি যে, আনন্দনগরের সার্বিক উন্নয়নকল্পে আগামী ৮ই মে ২০২২ রবিবার আনন্দনগর ডায়োসিসের সব ডিপার্টমেন্টের পঞ্চায়েত প্রমুখ, গ্রাম প্রমুখ, এলজি (লোক্যালগাইড) মহিলা বিভাগ, গার্লস ভলান্টিয়ার্স, ইয়ূনিট সেক্রেটারীদের একদিনের সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি আপনারা নিম্নোক্ত সময় সূচী অনুযায়ী অবশ্যই উপস্থিত থাকবেন৷
যাদের কাছে হোয়াট্স অ্যাপ নেই বা সোসাল মিডিয়ার সঙ্গে সংযোগ নেই, আমার আবেদন সম্মেলনের সংবাদটি সকলের কাছে পৌঁছে দিতে ও সম্মেলনের নিয়ে আসতে সহযোগিতা করবেন৷ সম্মেলনের স্থল, পাওয়ার হাউস৷
------------ আর.এম. আনন্দনগর