আনন্দনগরে ত্রি-দিবস ব্যাপী অখন্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরঃ আনন্দনগরে ত্রি-দিবসব্যাপী ধর্মমহাসম্মেলন শুরু হয় গত ২৬শে মে। তার আগের দিন বিকেল ৩টে থেকে আনন্দনগরে কীর্ত্তনমঞ্চে শুরু হয় ৩দিন ব্যাপী অখন্ড 'বাবা নাম কেবলম'  কীর্ত্তন। এই কীর্ত্তন পরিচালনা করেন আচার্য পরিতোষানন্দ অবধূত, আচার্য সেবাব্রতানন্দ অবধূত প্রমুখ।

৩দিন অবিরাম কীর্ত্তনের সুরে গোটা আনন্দনগর মুখরিত হতে থাকে। পাশাপাশি হরিপরিমন্ডল গোষ্ঠীর উদ্যোগে পুরো তিন দিন নারায়ণ সেবাও চালু রাখা হয়।

২৮ তারিখ বিকেল ৩টেয় অখন্ডকীর্ত্তন শেষ হয়। এরপর মিলিত সাধনা ও তারপর আচার্য বীতমোহানন্দ অবধূত সাধনা, কীর্ত্তন ও আনন্দমার্গের আদর্শের ওপর বক্তব্য রাখেন। তিনি বলেন, কীর্ত্তণ, সাধনা ও সৎকাজের মাধ্যমে সকল মানুষকে সৎপথে তথা আধ্যাত্মিক পথে আনতে সবাইকে সচেষ্ট হতে হবে।