আনন্দনগরের বিভিন্ন রাস্তা মেরামত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মধ্য আনন্দনগরে সরকারি রাস্তার অংশ খুবই কম । কিছুটা থাকলেও বাস্তবে তার কোন অস্তিত্ব নেই । পুন্দাগ থেকে মধ্য আনন্দনগরের সব রাস্তা যোগ করে মোট ৭.২৫ কিমি রাস্তার মধ্যে ৮০% শতাংশ রাস্তা আনন্দ মার্গের জমির ওপর করা । এই রাস্তা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব প্রচেষ্টায় করা ও এর রক্ষণাবেক্ষণও তারাই করেন । আশেপাশের গ্রামগুলির মধ্যে রোপো, সিধি-জামরা ও ঘাঘরা অঞ্চলের মানুষের ঝালদা মহকুমা অফিসের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা । অথচ মধ্য আনন্দনগরের পূর্বদিকে সরকারি রাস্তা (সরকারী তথ্য অনুযায়ী)থাকা সত্ত্বেও তার কোন অস্তিত্ব নেই । অনেক লেখা-লেখির পর রাস্তার কাজ কিছুটা এগিয়ে রাজনৈতিক ঝামেলায় আর হয়নি । মার্গগুরুর নির্দেশ ছিল ওটাই হবে যানবাহন চলাচলের জন্য । অন্যথায় আশ্রমের পরিবেশ দূষিত ও নিরাপত্তা বিঘ্নিত হবে ।

আনন্দনগরের সমস্ত রাস্তা মেরামতি বা রক্ষণাবেক্ষণ সরকারি অনুদানে করতে হলে আমাদের লিখিতভাবে অনুমতি দিতে হবে । তখন আমাদের জমির ওপর করা রাস্তার ব্যপারে কোনোকিছু বলার অধিকার আমাদের থাকবে না । আবার ওই সরকারি রাস্তা (সরকারী তথ্য অনুযায়ী) ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে ।

দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ৭.২৫ কিমি পিচ রাস্তার বিস্তারিত প্রোজেক্ট রিপোর্ট করা হয়েছে । প্রস্তাবিত বাজেট খরচ ধরা হয়েছে মোট ৬৩৪.৪৭৬ লক্ষ টাকা অর্থাৎ প্রতি কিমি ৮৭.৫১৪ লক্ষ টাকা । আমাদের পক্ষে যা এখন জোগাড় করা অসম্ভব । কিন্তু কিছু কাজ, যা না করলে চলাচল ও গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে । আর ঢালু হওয়ায় মাটি ক্ষয়ে যাচ্ছে এরকম কয়েক স্থানে মোট দুই কিমি রাস্তা পাকা করতে হবে । তাতেও প্রায় ৭০ লক্ষ টাকার বাজেট । কিছু কিছু করে পাকা করার সিদ্ধান্ত হয়েছে । এব্যাপারে সব শুভানুধ্যায়ীর সহযোগিতা ছাড়া সম্ভব নয় । আনন্দনগরকে গড়ে তুলতে সকলের সার্বিকভাবে সমর্থন প্রার্থনা করছেন আনন্দনগরের রেক্টর মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধুত ।