আনন্দপূর্ণিমা উপলক্ষ্যে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১১,১২ ও ১৩ই জুন শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে আনন্দনগরে বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে ৭২ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ শেষ ১৫ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় ৰাৰার স্মৃতি সৌধে৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর ৰাৰার বাণী পাঠ ও ৰাৰার প্রবচনের ভিডিও দেখান হয়৷ এই  উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷