আনন্দরেখা কম্পাউন্ডে আমলকি গাছ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রাঢ়ের জনসাধারণের একটি বৃহদংশ পেট ভরে পুষ্টিকর জিনিস খেতে পায় না৷ আর এই অপুষ্টির জন্যেই তারা কুষ্ঠ ব্যধির কবলে পড়ে৷ সবাইকার চেষ্টায় ও সুষ্ঠু পরিকল্পনায় রাঢ়ের দারিদ্র্য ঘুচে গেলে রাঢ়ে মানুষের স্বাস্থ্য আবার গ্রীক ভাস্কর্যের বীরদের মতই হয়ে উঠবে৷ আনন্দনগর পশ্চিমরাঢ়েই অবস্থিত৷ এখানকার মাটিতে সব ধরণের ফল উৎপাদন হয়৷ ‘‘আনন্দরেখা’’ কম্পাউণ্ডে উৎপাদিত আমলকির মোরববা গত বছর সকলের  প্রশংসা লাভ করে৷ এবারও মোরববার জন্যে  আমলকির গাছ থেকে তোলা হয়েছে৷