আনন্দস্রোত

লেখক
আচার্য ত্রিগুণাতীতানন্দ অবধূত

নদী চলে যায় সাগরে পানে

          জোয়ার ভাঁটার টানে টানে

ঢেউগুলি সব আছড়ে পড়ে

          সমুদ্র কিনারে৷

মন পবনের নাওয়ে বসে

          সাগর জলে ভেসে চলে

পুষ্পরথে আকাশপথে

          মেঘের দেশে উড়ে চলে৷

পরী সেজে পাড়ি দেবো

           স্বর্গ রাজ্যে চলে যাব

পরমানন্দের স্রোতে

          জীবনটাকে ভাসিয়ে দেবো৷