আন্টার্কটিকায়  পর্বতশ্রেণী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মহাদেশটির নাম আন্টার্কটিকা৷ অষ্ট্রেলিয়ার  দ্বিগুণ আকার৷  সম্প্রতি ব্রিটেনের  একটি  ছোট্ট গবেষক দল বলেছেন যে এই মহাদেশের  বেশীরভাগ অংশই বরফের চাদরে ‘আচ্ছন্ন হয়ে আছে৷ কিন্তু  তাঁদের  প্রশ্ণ ওই বিপুল বরফের  নীচে  কি আছে৷ তাঁরা আবিষ্কার করছেন,  বরফের চাদরের নীচে  আছে মগ্ণ মৈনাকের মত  পর্বতশ্রেণী৷  সাথে সাথে আরও লক্ষ্য করেন  যে  কয়েক মাইল জুড়ে তিনটি উপতক্যা রয়েছে৷ এই অনুসন্ধানটির ওপর জিয়োফিজিক্যাল  রিসার্চ লেটার্স পত্রিকায় উক্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে৷ ওই মহাদেশটির সম্পর্কে বিজ্ঞানীরা বহু তথ্য ছবির আকারে সংগ্রহ করেছেন কৃত্রিম  উপগ্রহের  মাধ্যমে৷ যেমন ভূপৃষ্ঠের ছবি, মাটির গভীরে  কোথায় কী আছে, বরফ ভেদ করা  বিশেষ রেডারের সাহায্যে ওই  মহাদেশের মানচিত্র নুতনভাবে  তৈরী করতে  চেয়েছিলেন  বিজ্ঞানীরা৷

আন্টার্কটিকা পূর্ব ও পশ্চিম উপতক্যা জুড়ে রেখেছে বরফের পুরু আস্তরণ৷

বিজ্ঞানীরা  বলেছেন ওই বরফঢাকা  পাহাড় ও উপতক্যার  জন্যে অচিরেই সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পেতে পারে৷  সমগ্র বিশ্বজুড়ে বরফ গলছে  এক্ষেত্রে আন্টার্কটিকার ওই বরফের চাদর বাদ হতে পারে না৷ অথচ বাধা হচ্ছে এখানে লুকিয়ে থাকা পর্বতশ্রেণী ছাড়াও  এই তিনটি উপত্যকা৷

ফলে বরফ গলে  আন্টার্কটিকার মাঝবরাবর অংশ থেকে সরে কিনারায় দিকে  চলে যাচ্ছে৷  তাই বিজ্ঞানীদের অনুমান আগামীতে সমুদ্রের জলস্তর বেড়ে গিয়ে অনর্থ ঘটাবে৷