ডিষ্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল স্পোর্টস এণ্ড গেমস পুরুলিয়া আয়োজিত অনূর্ধ-১৪ আন্তঃজেলা বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় পুরুলিয়া জেলা দলে আনন্দমার্গ হাইস্কুল, আনন্দনগর থেকে লোকেশ দেব (লালসিং টুডু), শোভন দেব (শিব সোয়ানসি), বিমল দেব (বৈদ্যনাথ হেমব্রম)-কে নির্বাচিত করা হয়৷ তিনজন ছাত্রই আনন্দমার্গ শিশুসদনে থাকে ও তাদের পড়াশোনা সহ যাবতীয় খরচ ও দায়িত্ব মিশন বহন করছে৷ বর্তমান আনন্দনগর শিশু সদনে ৩৭জন রয়েছে৷ নির্বাচিত তিনজন প্রত্যেকেই SSAC-আনন্দনগর ফুটবল একাডেমীতে নিয়মিত অনুশীলন করছে৷ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ারে ২৯শে সেপ্ঢেম্বর’২৪ ম্যাচ অনুষ্ঠিত হবে৷উমানিবাস গার্লস চিল্ড্রেন্স হোম পরিদর্শনে
নিজস্ব সংবাদদাতা ঃ ১৫ই সেপ্ঢেম্বর’২৪ সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ড, কলকাতা প্রধান কার্যালয় থেকে শ্রীশুভময় ভট্টাচার্য AGM Training & CSR Coordination , শ্রীপুরঞ্জিত শীল,CGM- Finance & Accounts ও ফটোগ্রাফার মধুরিমা সিনহা ও শুভাশীষ দাশ আনন্দনগর উমানিবাস গার্ল চিল্ড্রেন্স হোম পরিদর্শন ও ডকুমেন্টেশন করতে আসেন৷ পিসি সেন চ্যারিটেবল ট্রাষ্টের ইউটিউব চ্যানেলের জন্যে ডকুমেন্টেশন করেন ও উক্ত চ্যানেলে আপলোড করা হবে৷ হোমের মেয়েদের সমবেত সঙ্গীত ও নৃত্য, টাইকাণ্ডু ও কম্পিউটার ব্যবহার ইত্যাদি বিভিন্ন পারফর্মেন্স পরিদর্শন ও ভিডিও রেকর্ডিং করেন৷ মধুরিমা সিনহা মেয়েদের স্বাবলম্বী হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেন৷ পুরঞ্জিতবাবু মেয়েদের ল্যাগিন্স ও টপ প্রদান ও সকলের জন্যে প্রীতিভোজের ব্যবস্থা করেন৷