স্কুল অফ বৈদিক স্টাডিজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা ও আনন্দমার্গ প্রচারক সংঘের বুদ্ধিজীবী সংস্থা রেনেসাঁ ইউনিবার্সাল ও রেনেসাঁ শিল্পী ও লেখক সমিতি, ‘বৈদিক ঐতিহ্য’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বৈদিক স্টাডিজের সেমিনার হলে ৩০ ও ৩১শে জানুয়ারি,২০২৪৷ বৈদিক মঙ্গলাচরণ ও প্রভাত সংগীতের মধ্য দিয়ে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়৷ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়, যিনি উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি ছিলেন৷ স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ভাস্করনাথ ভট্টাচার্য ও সেমিনারের আহ্বায়ক৷ মূল বক্তব্য রাখেন ড. বিশ্বজিৎ ভৌমিক, সিনিয়র আঞ্চলিক পরিচালক, ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আগরতলা, ত্রিপুরা৷ উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি ছিলেন পদ্মভূষণ অধ্যাপক কপিল কাপুর,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইফুল আহমেদ৷
প্রথম একাডেমিক সেশন ছিল বেদ ও শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী ও দ্বিতীয়টি ছিল ব্যাকারণগত ঐতিহ্য ও শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী৷ প্রথম একাডেমিক সেশনে প্রফেসর রাজকুমার মোদক, দর্শন বিভাগ,সিধু-কানু-বিরসা বিশ্ববিদ্যালয়, পুরুলিয়া, প্রফেসর অমল কুমার মন্ডল, সংস্কৃত বিভাগ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, প্রফেসর অয়ন ভট্টাচার্য, বারাসত স্টেট ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ৷ এবং প্রফেসর অনিল প্রতাপ গিরি, সংস্কৃত বিভাগ, এলাহাবাদ৷ সকলেই শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ভাষা বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ সেশনে সভাপতিত্ব করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক সত্যজিৎ লায়েক৷
দুই দিনের এই সম্মেলনে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকরা উপস্থিত থেকে ভারতীয় দর্শন শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী, নব্যমানবতা ও শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী, ভারতীয় নন্দনতত্ত্ব ও শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী বিষয়গুলি নিয়ে আলোচনা করেন৷
বৈদিক ঐতিহ্য ও শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আধুনিক দর্শনের পরিপ্রেক্ষিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হয়৷ সমাপ্ত ভাষণটি দেন প্রফেসর গোপালচন্দ্র মিশ্র, (প্রাক্তন ভাইস-চ্যান্সেলর, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় মালদা) যিনি ৩১ জানুয়ারি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বৈদিক স্টাডিজের প্রাক্তন পরিচালক অধ্যাপক নবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ছিলেন৷ ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ভাস্করনাথ ভট্টাচার্য, পরিচালক, স্কুল অফ বৈদিক স্টাডিজ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও সেমিনারের আহ্বায়ক৷ এই আলোচনা সভা অনুষ্ঠানের উদ্যোগ নেন কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷