গত মার্চ মাসে নিউজিল্যাণ্ডে ওয়ান ডে বিশ্বকাপ খেলে অবসর নিতে পারেন ঝুলন এমনটা ধরা হয়েছিল৷ কিন্তু তিনি তখন অবসর নেননি৷ সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে ইংল্যাণ্ডের বিরুদ্ধে তিন ওয়ান-ডের সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বাঙলার পেসার৷ এই সিরিজের শেষ ম্যাচ হবে ২৪শে সেপ্ঢেম্বর লর্ডসে৷ যদিও ঝুলন বা বোর্ডের তরফে এমন কোন ঘোষণা করা হয়নি৷ ফলে ঝুলনের অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা৷
বিশ্বকাপের পর আর খেলেননি ঝুলন৷ চোট ছিল তার৷ ফলে ছিলেন না শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে খেলেননি৷ রিহ্যাবের পরে এখন পুরো ফিট ও খেলার জন্য তৈরি ঝুলন৷ এখন শুধু ওয়ানডে ও টেস্ট খেলেন৷ মেয়েদের ক্রিকেটের সবের্র্বচ্চ উইকেটের মালকিন টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই৷
আগামী বছর মেয়েদের আইপিএলে খেলতে পারেন ঝুলন৷ এমনিতে বাঙলার মেয়েদের টিমে প্লেয়ার কাম মেন্টরের দায়িত্বে রয়েছেন৷ তবে সকলের এখন একটাই প্রশ্ণ তবে কি লর্ডসই কি আন্তর্র্জতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ঝুলন?