আন্তর্জাতিক মানের স্টেশন হবে দিল্লী, আমেদাবাদ ও মুম্বাই---বঞ্চিত হাওড়া

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

স্বাধীনতার পর থেকে বিভিন্ন কেন্দ্রীয় সরকার বাঙলার প্রতি বৈমাত্রেয় সুলভ আচরণ করে আসছে৷ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা থেকে তারা বাঙলাকে বঞ্চিত করেছে৷ বঞ্চনার সেই ট্রাডিশন এখনো সমানে চলেছে৷ হাওড়া স্টেশন আধুনিকীকরণের তালিকায় থাকলেও আবার ব্রাত্য হাওড়া৷ রেল দপ্তরের এক খবরে প্রকাশ দিল্লী, মুম্বাই ও আমেদাবাদকে আন্তর্জাতিক মানের রূপ দেওয়া হবে৷ কিন্তু হাওড়া স্টেশন এই তালিকায় নেই৷ কেন্দ্রীয় মন্ত্রী সভায় উক্ত তিনটি স্টেশনকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার প্রস্তাব অনুমোদিত হয়েছে৷ এজন্যে ১০ হাজার কোটি টাকার একটি প্যাকেজ ঘোষনা হয়েছে৷ এই প্রকল্পে স্টেশনের আভ্যন্তরীন ও বাহ্যিক এলাকার চেহারাই সম্পূর্ণ বদলে দেওয়া হবে৷