আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাঙালী মহিলা সমাজের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে ছয় দফা দাবীর ভিত্তিতে অতিরিক্ত জেলা শাসকের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশে এক স্মারকলিপি পেশ করা হয়৷ নেতৃত্ব দেন জেলা সম্পাদিকা কল্পনা গিরি, ইলা পাত্র, সোমা পাত্র প্রমুখ৷ মহিলাদের সম অধিকার ও সম মর্যাদা প্রদান, মহিলাদের অর্থনৈতিকভাবে স্ব-নির্ভর করা, পূর্ণ নিরাপত্তা প্রদান, পণপ্রথা ও নারী নির্যাতন বন্ধ করা, চলচ্চিত্র, দূরদর্শন, ভিডিও ও বিজ্ঞাপণের মাধ্যমে অশ্লীল ও অসংসৃকতিমূলক প্রচার বন্ধ করা, মদ গাঁজা ড্রাগ সহ নেশার উৎসগুলি বন্ধ করা৷ পরে কেরানীটোলা স্থিত মহিলা সমাজ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সেখানে বিভিন্ন বক্তা আন্তর্জাতিক নারী দিবসের উপর আলোচনা করেন৷
আগরতলা ঃ গত ৮ই মার্চ নারীদিবসে বাঙালী মহিলা সমাজের ত্রিপুরা রাজ্য সচিব সীমন্তি দেব বলেন--- নারী দিবস নারীদের সমস্ত অভিযোগ, অধিকার জানানোর জন্য, পুরুষদের সমান মর্যাদা পাওয়ার জন্য ও তৃণমূল স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে নারীদের সচেতনতা গড়ে তোলার জন্য৷ তাই ‘‘বাঙালী মহিলা সমাজ’’ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলা রাজ্য কার্যালয়ের সামনে ৮ দফা দাবীর ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমের এই দিনটি পালন করা হয়৷
প্রতিবছরের ন্যায় এবারও কার্যালয়ের সামনে বর্র্ণঢ্য একটি কর্মসূচী পালন করা হয়৷ অনুষ্ঠান থেকে বাঙালী মহিলা সমাজের কর্মীরা দাবী তোলেন--- ১) প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত নারী শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করতে হবে৷ ২) কর্মসংস্থান ও মজুরি প্রদানের ক্ষেত্রে পুরুষদের সমান নারীদের মর্যাদা দিতে হবে৷ ৩) প্রাথমিক শিক্ষার দায়িত্ব পুরোপুরি নারীদের হাতে অর্পণ করতে হবে৷ ৪) নারী ধর্ষণকে হত্যার সমতুল্য জ্ঞানে বিচারের আওতায় আনতে হবে৷ ৫) টিভি,সিনেমা, বিজ্ঞাপনে, নারীদেহের নগ্ণ ছবি ও অশ্লীল সাহিত্য সম্প্রচার বন্ধ করতে হবে৷ ৬) পণপ্রথা যৌতুক প্রথা বিলোপের জন্য কঠোর আইন বলবৎ সহ পণ বিরোধী ও অসবর্ণ বিয়ের জন্য বিশেষ সহকারী সাহায্য ঘোষণা করতে হবে৷ ৭) নারীদের সুরক্ষার জন্য বিদ্যালয় স্তর থেকে জুডো ক্যারাটের মতো শারীরিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে৷ ৮) পঞ্চায়েত লোকসভা বিধানসভার মত আইনসভা--- সর্বক্ষেত্রে নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে৷
শিলিগুড়ি ঃ শিলিগুড়ি থেকে বাঙালী মহিলা সমাজের সচিব সীমা সাহা জানাচ্ছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের কাছে বিভিন্ন দাবী সম্বলিত এক স্মারকলিপি প্রদান করা হয়৷
দার্জিলিং জেলার খড়িবাড়িতেও বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়৷ সেখানের অনুষ্ঠান থেকে প্রাউটের আদর্শে নারী সমাজকে নব জাগরণের বার্তা দেওয়া হয়৷ প্রাউট প্রবক্তা শ্রী প্রভাতরঞ্জন সরকার তাঁর সমাজ শাস্ত্রেই সমাজের সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীকেও সমান অধিকার দিয়েছে৷ তাই প্রাউটের আদর্শে নূতন সমাজ ঘটনে নারী জাতিকেও বিশেষ ভূমিকা নিতে হবে৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমতি তনুশ্রী বর্র্ম৷