শীতের শান্ত নির্জনতা কাটিয়ে আনন্দনগর এখন কলাহলে মুখর৷ আগামী পয়লা জানুয়ারী ২০২৪ শুরু হচ্ছে আন্তর্জাতিক নববর্ষ উপলক্ষ্যে ধর্মমহাসম্মেলন৷ ৩১শে ডিসেম্বর অপরাহ্ণ ৩ ঘটিকায় শুরু হচ্ছে ৭২ ঘন্টার ‘ৰাৰা নাম কেবলম্’ সিদ্ধমন্ত্রের অখণ্ড কীর্ত্তন৷ ডি.এম.এস ময়দানে মূল মঞ্চের কাজ পূর্ণ উদ্যমে চলছে৷
আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত জানান--- পুরুলিয়া জেলা প্রশাসন আগামী ১লা, ২রা, ৩রা জানুয়ারী ধর্ম সম্মেলনের জন্যে অনুমতি দিয়েছে৷ সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি৷ ধর্মসম্মেলন ছাড়াও শীতের আমেজ মাখা আনন্দনগরের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে ভক্ত আনন্দমার্গীরা আনন্দনগরে আসতে শুরু করেছে৷ সংঘের বিভিন্ন বিভাগের কর্মীরাও আনন্দনগরে সমবেত হচ্ছেন৷ সংঘের কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব আচার্য বিশুদ্ধাত্মানন্দ অবধূত জানান তিনদিনের সম্মেলনে প্রত্যহ দুইবেলা আধ্যাত্মিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংঘটনিক পর্যালোচনা ও মানব কল্যাণে মার্গের আদর্শের ব্যাপক প্রচারের জন্যে ২০২৪ সালের সংঘের কর্মসূচী ঘোষিত হবে৷