সংবাদদাতা
পি.এন.এ.
সময়
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পাঁচ অধ্যাপকের গবেষণা স্থান করে নিল বিশ্বের বিজ্ঞান চর্চার দরবারে৷ বিজ্ঞানীদের এই কৃতিত্ব স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের মুকুটে নূতন পালক যোগ করলো৷
সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যাণ্ড ফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সবের্বাচ্চ দুই শতাংশ বিজ্ঞানীদের নামের তালিকা প্রকাশ করেছে৷ মূলত গবেষণার মান ও অন্যান্য মাত্রায় নিরীখে এই তালিকা প্রস্তুত হয়৷ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে দুজন প্রাক্তন অধ্যাপকের নাম সেখানে রয়েছে, তারা হলেন অধ্যাপক কে.সি মজুমদার ও অধ্যাপক আনিসুর রহমান খোদাবক্স৷ এছাড়াও তিনজন বর্তমান অধ্যাপকের নামও রয়েছে৷ তারা হলেন---উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক জাহিদ হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক শেখ মনিরুল ইসলাম ও কম্পিউটার সায়েন্স এ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অনির্বান মুখোপাধ্যায়৷