অনূর্র্ধ-১৫ শম্ভুনারায়ণ রায় স্মৃতি ফুটবল লীগ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২১-২২ সেপ্ঢেম্বর’২৪ দুই দিন ব্যাপীSSAC-আনন্দনগর আয়োজিত অনূর্ধ-১৫ শম্ভুনারায়ণ রায় স্মৃতি লীগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মধ্য আনন্দনগর আনন্দমার্গ প্রাইমারী স্কুল প্রাঙ্গণে৷ মোট ১২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ লীগ প্রতিযোগিতায় সুপার সিক্সে যে ছয়টি দল উঠে আসে: ১)SSAC-আনন্দনগর ২) ইয়ং ব্রাদার্স ডামরুঘুটু ৩) আনন্দমার্গ হাইস্কুল ৪) তুইমা ফুটবল ক্লাব ৫) বিবেক ডাইনামাইট ৬) রাজনগর রামচন্দ্র আদর্শ বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর৷ ১) ফাইনাল ম্যাচ খেলা হয় তুইমা বনাম ইয়ং ব্রাদার্স ডামরুঘুটু৷ ট্রাইবেকারে ৩-২ গোলে তুইমা ফুটবল ক্লাবকে হারিয়ে ইয়ং ব্রাদার্স ডামরুঘুটু চ্যাম্পিয়ন হয়৷