অন্য এক ‘সৌরজগতের’ সন্ধান দিল কেপলার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা-র অবসরপ্রাপ্ত স্পেস টেলিস্কোপ কেপলার খবর দিয়েছে এক ভিন জগতের সে জগতেও এক সূর্য রয়েছে, যাকে ঘিরে প্রদক্ষিণ করছে সাতটি গ্রহ৷ তবে এই গ্রহগুলি সৌরজগতের বাসিন্দাদের থেকে অনেক বেশি গরম৷ সাতটি গ্রহই আকারে পৃথিবীর থেকে বড়, নেপচুনের থেকে ছোট৷ কেপলারের নামে ভিনগ্রহীদের এই জগতের নাম রাখা হয়েছে কেপলার ৩৮৫৷ এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘ দ্য জার্র্নল অব প্ল্যানেটারি সায়েন্স’ নামক বিজ্ঞান পত্রিকায়৷

প্রাথমিকভাবে, কেপলারের মহাকাশ অনুসন্ধান থেকে পাওয়া তথ্য এখনও বিশ্লেষণ করা হচ্ছে৷ আর গ্রহের সন্ধান দিয়েছে এই দূরবীক্ষণ যন্ত্রটি৷ সংখ্যায় নক্ষত্রদের পিছনে ফেলে দিয়েছে গ্রহেরা৷

নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত ৪৪০০ গ্রহের খোঁজ দিয়েছে কেপলার৷ এর মধ্যে ৭০০টি মাল্টি-প্ল্যানেট সিস্টেম (নক্ষত্রকে প্রদক্ষিণকারী একাধিক গ্রহের সংসার)৷ কিন্তু একই পরিবারে ৬টি বা তার বেশী গ্রহ রয়েছে, এমন সংসার খুব কমই দেখতে পেয়েছে কেপলার-৩৮৫ নাম সংযোজন হল৷’’ কেপলার ৩৮৫-এর কেন্দ্রস্থলে রয়েছে সূর্যের মতো একটি নক্ষত্র৷ তরে সূর্যের থেকে এটি ১০ শতাংশ বড়৷ ৫ শতাংশ বেশি গরম৷ নক্ষত্রটির কাছাকাছি থাকা গ্রহ দু’টি পৃথিবীর থেকে সামান্যই বড় আকারে৷ পাথুরে জমি৷ পাতলা বায়ুস্তরও  থাকতে পারে৷ বাকি গ্রহগুলি বেশ বড়৷ এক-একটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ৷ বিজ্ঞানীদের অনুমান, এই গ্রহগুলিতে মোটা বায়ুস্তর রয়েছে৷