লেখক
জিজ্ঞাসু
- যদি দুর্নীতিমুক্ত রাজনীতির সুশাশন চাও
- যদি চুরি-ডাকাতি উগ্রবাদ মুক্ত সমাজ চাও
- যদি প্রয়োজনের খাদ্য, পেয় ওষুধে ভেজাল মুক্তি চাও
- যদি সমৃদ্ধি, সুরক্ষা, শান্তির এক শোষণমুক্ত পৃথিবী চাও
তবে নোতুন মানুষ চাই যাঁরা জাগতিক বুদ্ধির পরিসরকে যুক্তি, বুদ্ধি দ্বারা ক্রমশঃ বিস্তারিত করবেন, প্রাণীন অসহায়ে আন্তরিক সেবা ও সমস্ত অপ্রাণীন সত্তার সাথেও সচেতন ব্যবহারে নিজের মনকে শুচিশুদ্ধ ভয়মুক্ত একাগ্র করবেন, সাথে সাথে ওই স্থির বিন্দুস্থ মানসিক শক্তিকে সাধনার মাধ্যমে বিস্তারিত চেতনায় রূপান্তরিত করে মানুষটি হয়ে যাবে বিশ্বরূপ৷ এমন মানুষের নেতৃত্বেই স্বপ্ণ পূরণের অন্য পৃথিবী প্রকৃত মানুষেরা বানিয়ে নেবেন৷ অদূর ভবিষ্যতে এই মাটির পৃথিবী থেকেই তারা উঠে আসছেন৷ এরা নমস্য৷
- Log in to post comments