অপুষ্টির কারণে শিশুমৃত্যু ১০ লক্ষাধিক

সংবাদদাতা
পি.এন.এ ঃ
সময়

ভারতে  শিশু  স্বাস্থের পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্র সংঘের সমীক্ষায়  বলা হয়েছে, ভারতে  ১০ লক্ষের  বেশি শিশুর ৫ বছরে পৌঁছানোর  আাগেই  অপুষ্টিজনিত  কারণে  মৃত্যু ঘটে৷ বলা বাহুল্য, অপুষ্টির কারণে শিশুদের  বৃদ্ধি ও ওজন  কমে যাওয়ার ক্ষেত্রে আদিবাসী ও  তফসিলি সম্প্রদায়ের  মানুষদের  অবস্থা শোচনীয়৷

শিশুরা সমাজের  ভবিষ্যৎ৷ আজকের  শিশু আগমী দিনের গুরুত্বপূর্ণ নাগরিক৷ তাদের  যদি এই অবস্থা  হয়, তাহলে দেশ কোন পথে  যাচ্ছে তা সহজেই মনুমেয়৷