১৫ই জানুয়ারী, ২০২৫ সুদূর আফ্রিকার Angola) এ্যাংগোলার কাবিন্দা Cabinda) শহরে আনন্দ মার্গের একটি নোতুন শাখার উদ্বোধন হয়৷ আনন্দমার্গ চর্যাচর্য বিধি অনুযায়ী প্রভাত সঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম’ মহামন্ত্র কীর্ত্তন, মিলিত সাধনা গুরুপুজা,স্বাধ্যায় এর পর স্থানীয় ভক্তবৃন্দের অকুন্ঠ সহযোগিতায় একটি নোতুন জাগৃতি শাখার উদ্বোধন হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পৌরহিত্য করেন আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত৷ উপস্থিত সকলের অকুণ্ঠ প্রচেষ্টায় সেখানে নিয়মিত যোগ আসন চর্চা, ধ্যান -সাধনা অভ্যাস তথা ধর্মচক্র অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷
আনন্দের খবর এই যে, সম্প্রতি কঙ্গোর সিবিটি শহরের জাগৃতিভবনেও তিন ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্তন মিলিতসাধনা, গুরুপুজা স্বাধ্যায় অনুষ্ঠিত হয়৷ গত সপ্তাহে কঙ্গোর পয়েন্ট নোয়ার Point Noire) শহরে ও দলিসি শহরে আচার্য কৃপাময় ব্রহ্মচারীর উদ্যোগে দলিসি (Dolisie) ও রাজধানী ব্রাজাভিলেও Dolisie)তেও ধর্মচক্র পরিচালিত হয়৷ Brazzaville) দলিসিতে কৃপাময় ব্রহ্মচারী অনেককেই সাধনা শেখান৷