বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নববর্ষ ২০২৫ উপলক্ষ্যে সুদূর আফ্রিকার Congo) কঙ্গোর Si-biti) সিবিটি শহরে তিন দিন ব্যাপী সাধনা শিবিরে প্রভাত সঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম’ অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপুজা স্বাধ্যায় হয়৷ বিভিন্ন আধ্যাত্মিক আলোচনা, নারায়ণ সেবা,দীক্ষা দান, যোগাসন, ললিত নৃত্য, কৌশিকী নৃত্য ও তাণ্ডব নৃত্য পরিবেশন৷ এছাড়া অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তা হল সমাজে অবহেলিত Pygmie) পীগমি পরিবারদের মধ্যে খাদ্য বিতরণ পর্ব৷ পরমারাধ্য বাবা পিগমি দের জন্য খুব বলতেন৷ তারা সমাজে অবহেলিত, পিছিয়ে আছে৷ দুইদিন ধরে তাদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়৷ তারা খুব খুশি হয়েছিল আমাদের দেখেও তারাও ললিত মার্মিক নৃত্যের তালে কীর্র্ত্তন গাইছিলো৷ এভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত নববর্ষ অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে৷ আনন্দ মার্গের আদর্শ ও দর্শনকে জানার আকুতি ও আগ্রহ দেখে সকলেই মুগ্দ হন৷ জগৎ গুরু শ্রীশ্রীআনন্দমূর্তিজীর্ মহান আদর্শ সারা বিশ্বে এক নোতুন সমাজ গড়ার ব্রত নিয়ে এগিয়ে চলেছে৷ তাঁর প্রদত্ত আনন্দ বাণী বিশ্ববাসীকে প্রেরণা সঞ্চার করেছে৷ উপরোক্ত অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন কঙ্গোর আনন্দমার্গের সদস্য বৃন্দ ও তাদেরকে উৎসাহ যোগান দেন আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত ও (Kenya) কেনিয়া থেকে আগত আচার্য কৃপাময় ব্রহ্মচারী৷ তাঁরা সকলকেই অভিনন্দন জানান৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়