আর বঙ্গ ভঙ্গ নয়--- এবার চাই বাঙালীস্তান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বারলা বার বার পৃথক উত্তরবঙ্গের দাবী তোলায় এবার পাল্টা প্রচারে মাঠে নেমেছে ‘আমরা বাঙালী’৷ মালদা থেকে  অসম সীমান্ত পর্যন্ত শুরু হয়েছে ব্যাপক প্রচার৷ পোস্টার, ঘরোয়া সভার মাধ্যমে উত্তরবঙ্গবাসীকে সচেতন করাই ‘আমরা বাঙালী’র প্রথম পর্বের কর্মসূচী৷

দলের উত্তরবঙ্গের নেতা ও গত বিধানসভা নির্বাচনে চোপড়া বিধানসভা কেন্দ্রের ‘আমরা বাঙালী’ প্রার্থী অজয় কুমার সিন্‌হা বলেন--- জন বারলা বাঙলার ভূমিপুত্র নয়৷ চা-বাগানে কাজের জন্যে ভিনরাজ্য থেকে এসেছেন৷ তাই  বাঙলার প্রতি ওনার কোন দরদ নেই৷ তাই বাঙলা ভাগ করে হিন্দী সাম্রাজ্যবাদকে লোটার সুযোগ করে দিতে চাইছে৷ আমরা এটা কিছুতেই হতে দেব না৷ স্বাধীনতার আগে পরে অনেক বাঙলা ভাগ হয়েছে৷ এবার পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে যুক্ত সমস্ত বাঙলার অংশ নিয়ে  বাঙালীস্তান গড়ার আন্দোলনে নামবে ‘আমরা বাঙালী’৷ তারই প্রস্তুতি শুরু হয়েছে৷