হুগলী জেলার আরামবাগে গত ২২ থেকে ২৪ মার্চ হুগলী ডায়োসিসের সেকেণ্ড ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগ আনন্দমার্গ স্কুলে৷ উক্ত সেমিনারে প্রায় শতাধিক আনন্দমার্গী উপস্থিত ছিলেন৷ সেমিনারে মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গের দর্শনের ‘যোগতন্ত্র ও কেবলাভক্তি’, ‘প্রমা’ ও ‘আনন্দমার্গ কে বিপ্লব’ এই বিষয়গুলির ওপর আলোকপাত করে সুদীর্ঘ বক্তব্য রাখেন৷ উপস্থিত সকলেই তাঁর এই প্রশিক্ষণে দারুণ উপকৃত হয়েছেন বলে মন্তব্য করেন৷ সেমিনারে যথারীতি নগর কীর্ত্তন, প্রভাত সঙ্গীত, ঈশ্বর প্রণিধান, গুরুপূজা, স্বাধ্যায় করা হয়৷ তিনদিনের এই সেমিনারটি শেষ হয় অখণ্ড ‘বাবানাম কেবলম্’ মহাসংকীর্ত্তনের মধ্য দিয়ে৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন হুগলীর ডি.এস. আচার্য সুবিকাশানন্দ অবধূত৷
মেদিনীপুর ঃ গত ১,২ ও ৩ মার্চ মেদিনীপুর জেলার গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলে এই ডায়োসিসের সেমিনারটি অনুষ্ঠিত হয়ে গেল৷ এই সেমিনারে মুখ্য প্রশিক্ষক রূপে আচার্য বোধিসত্তানন্দ অবধূত ও আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত উপস্থিত ছিলেন৷ তাঁরা ‘প্রমা’, ‘আনন্দমার্গ এক বিপ্লব’ ও ‘তন্ত্রসাধনা ও কেবলাভক্তি’--- বিষয়গুলির ওপর সুদীর্ঘ বক্তব্য রাখেন৷ সমগ্র সেমিনারটির পরিচালনার দায়িত্বে ছিলেন আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত৷
তমলুক ঃ গত ৩১শে মার্চ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক আনন্দমার্গ স্কুলে তমলুক ডিটের ডিট সেমিনার অনুষ্ঠিত হয়৷ উক্ত সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি স্থানীয় আনন্দমার্গীদের সম্মুখে আনন্দমার্গ দর্শন ‘প্রমা’, ‘যোগতন্ত্র ও কেবলাভক্তি’ বিষয়ের ওপর বক্তব্য রাখেন৷